বগটুই: বগটুই গণহত্যা কাণ্ডে ডিএনএ পরীক্ষার নমুনা দিতে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন মিহিলাল শেখ-সহ নিহতদের পরিবারের সদস্যরা। সোমবার তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট আসার পর মৃতদেহগুলির সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হবে।
রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডে ৮ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতের নাম সমীর শেখ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় সঙ্গে সমীরের যোগ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। মুম্বই থেকে তাদের গ্রেফতার করা হয়।
২১ মার্চ, সোমবার সন্ধেয় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে।
আরও পড়ুন: Pandabeswar: বিয়ের কুড়ি দিনের মাথায় বধূ খুনের অভিযোগ পাণ্ডবেশ্বরে
বগটুইয়ের ঘটনায় প্রথমে সিট এই ঘটনার তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পায় সিবিআই। ৭ এপ্রিলের মধ্যে ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ সেই মতোই গত বৃহস্পতিবার বগটুই হত্যাকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা দেয় সিবিআই। একই সঙ্গে ভাদু শেখের খুনের ঘটনারও তদন্ত করছে সিবিআই।