কলকাতা টিভি ওয়েবডেস্ক: শেষমেশ সিবিআইয়ের (CBI) জালে বর্ধমানের পুর প্রশাসক (Burdwan Municipal Chairperson) প্রণব চট্টোপাধ্যায় (Pranab Chatterjee arrested)। বৃহস্পতিবার তাঁকে জেরার জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। একটি বেআইনি অর্থলগ্নিকারী সংস্থার সঙ্গে সাড়ে তিন কোটি টাকার দুর্নীতির (Chitfund case in Burdwan) অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুক্রবার তাঁকে আসানসোল আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, মাস খানেক আগে একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে লেনদেন হয় তাঁর। প্রায় ৩ কোটি ৭৫ লক্ষ টাকা ওই কোম্পানি থেকে নেওয়ার অভিযোগ ওঠে। এর পরই সামনে আসে আসল ঘটনা। তদন্তে নামে সিবিআই। জানা যায়, মোটা টাকার বিনিময়ে ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া সংস্থার লগ্নি বৃদ্ধিতে অবৈধ ভাবে নানান সাহায্য করেছিলেন বর্ধমানের পুরপ্রশাসক ।
আরও পড়ুন Tmc leader Murdered : কান্দিতে তৃণমূল নেতাকে গুলি, ধারালো অস্ত্রে এলোপাথাড়ি কুপিয়ে খুন
সানমার্গ চিটফান্ডের তথ্য তালাশে আগেই তদন্ত শুরু করেছিল সিবিআই। তদন্তেরর স্বার্থে শুক্রবার প্রনব বাবুর বাড়িতে ফের হানা দেয় সিবিআইয়ের দল। অন্যদিকে, তদন্তের স্বার্থেই বর্ধমানেরই ঢলদীঘির অপর একটি বহুতল আবাসনে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দা প্রতিনিধিরা। সূত্রের খবর, ওই বহুতল আবাসনেই ছিল সানমার্গের অফিস। সেই অফিসের ভাড়া দিয়েছিলেন খোদ পুরপ্রশাসক। চলতি বছরই নতুন পুরপ্রশাসক হন বর্ষীয়ান তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়।