সোনারপুর: শিয়ালদহ-ক্যানিং শাখার বিদ্যাধরপুর স্টেশনের কাছে রেললাইনে ফাটল। স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। এদিন সকালে বিদ্যাধরপুর স্টেশনে ঢুকছিল ক্যানিং-সোনারপুর লোকাল। ট্রেন ঢোকার আগেই রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি ট্রেন থামান তাঁরা। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
ডাউন ট্রেন ঘোষণা হওয়ার পর লাইনে চোখ পড়ে কয়েকজন যাত্রীর। তাঁরা দেখেন, লাইনের মাঝে তৈরি হয়েছে বিস্তর ফাঁক। সঙ্গে সঙ্গেই নীচে নেমে হাত নাড়িয়ে লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করান তাঁরা। রেলের চালক ও গার্ড নেমে দেখেন ফাটল রয়েছে। খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে। লাইন মেরামতির কাজ চলছে।
আরও পড়ুন: রাজ্যসভার ১২ সাংসদের সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে মিছিল বিরোধীদের
এই ঘটনায় সপ্তাহের প্রথম কাজের দিনে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। লাইনে ফাটল ধরায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। তবে নিত্যযাত্রীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ক্যানিং-সোনারপুর লোকাল।