জঙ্গিপুর: জঙ্গিপুর পুরসভার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই জমি মাফিয়ারা বেশ কিছু এলাকাতে পুকুর ভরাট করছিল (campaign against pond filling) । প্রশাসনের একশ্রণির কর্মীর সঙ্গে আঁতাঁত (Illegal pond filling) করে এই কাজ চলছে বলে অভিযোগ সাধারণ মানুষের।
এলাকার সাধারণ মানুষের অভিযোগে এবার নড়েচড়ে বসল প্রশাসন। জঙ্গিপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রায় বিঘা দশেকের একটি পুকুর ভরাটের কাজ চলছিল।বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের ভূমি সংস্কার আধিকারিক ওদুদ আলি সহ রঘুনাথগঞ্জ থানার পুলিস। যারা ভরাট করছিল তাদের সঙ্গে কথা বলে, সেখান থেকে সমস্ত মাটি তুলে নিয়ে আবার যেন পুকুরের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: SFI vs TMCP: উত্তরপাড়া কলেজে এসএফআই-তৃণমূল সংঘর্ষ
সেই সঙ্গে তাঁরা এও বলেছেন, যদি সেই মাটি আগামী দুদিনের মধ্যে না তোলা হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এই বিষয়ে ওদুদ জানিয়েছেন, যে সমস্ত এলাকাতে এই ধরনের কাজ হচ্ছে, সব জায়গায় আমরা অভিযান চালাচ্ছি। কোথাও কোনওভাবে, কোনও জলাজমি ভরাট করা যাবে না। আমরা যেখান থেকে অভিযোগ পাব, সেখানেই ব্যবস্থা নেব।