বাঁকুড়া : আপ অর্থাৎ আম আদমি পার্টিতে যোগ দিতে চাইলে মিসড কল দিন। বাঁকুড়া শহরে আপে যোগ দেওয়ার এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য।
বাঁকুড়া শহর জুড়ে আম আদমি পার্টির পোস্টার। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা শহরে। পোস্টারে আম আদমি পার্টিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষকে। পোস্টারে দেওয়া রয়েছে একটি মোবাইল নং। সেই নং এ ফোন করে আপে যোগদানের আহ্বান করা হয়েছে। পুরসভার নির্বাচনের আগে এই পোস্টার নতুন করে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়।
এবার বাঁকুড়ায় পুর নির্বাচনে অংশ গ্রহন করতে চলেছে অরবিন্দ কেজরীওয়ালের দল আপ। এই পোস্টার দেখে মনে করছেন রাজনৈতিক মহল। এই পোস্টারে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। এই সব পোস্টার দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর খেলায় নেমেছে বিজেপি এমন অভিযোগ করেছেন তৃণমূলে দিলীপ আগরওয়াল।
আরও পড়ুন – বিরোধীদের শক্তিক্ষয়, বিজয়া সম্মেলনে ২০০ পরিবারের তৃণমূলে যোগদান
বাঁকুড়া শহরে দেওয়াল জুড়ে আপের পোস্টার
অন্যদিকও তৃণমূলের অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা। বিজেপির নেতৃত্বের দাবি, বাঁকুড়া পুরসভায় লোকসভা ও বিধানসভার নিরিখে বিজেপির ভোট ব্যংক এগিয়ে রয়েছে। পুরসভা নির্বাচনে শহরের মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এছাড়াও বিজেপি এই পোস্টার সাঁটানো তৃণমূলের কাজ বলেও পাল্টা অভিযোগ করে।