রায়দিঘি: আগুনে পুড়ল গাড়ি ভর্তি চুন৷ বুধবার রায়দিঘি বলেরবাজার রোডের ছাতুআর মোড়ের ঘটনা৷ এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি৷ দমকলের প্রাথমিক ধারণা বৃষ্টির জল চুনের সংস্পর্শে আসায় আগুন লাগে৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল আটটা নাগাদ ছাতুআর মোড়ে চুন ভর্তি গাড়িতে আগুন লেগে যায়৷ চুন বোঝাই গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দমকলে খবর পাঠায়৷ একটি ইঞ্জিন ঘটলাস্থলে আসে৷ রায়দিঘি থানার পুলিশ আসে৷ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷ হতাহতের খবর পাওয়া যায়নি৷