বর্ধমানঃ র্যাগিং কাণ্ড নিয়ে এবার সরব বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। র্যাগিং কাণ্ডে অভিযোগ ওঠায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৭ পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছিল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে।হাইকোর্টের পক্ষ থেকে অভিযুক্ত ৭ পড়ুয়াকে হস্টেলে প্রবেশে অনুমতি দেওয়া না হলেও, আপাতত তারা ক্লাস করতে পারবেন বলে জানানো হয়েছে আদালতের তরফ থেকে। আগামিকাল অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, আর তার আগেই এবার মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।এদিন ইমেল মারফৎ জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবের কাছে জানতে চান, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে র্যাগিং কাণ্ডে কেন কলেজের তরফ থেকে কোনও আইনজীবী নেই?
আরও পড়ুন: আরজি কর হাসপাতালে ফের আত্মহত্যার চেষ্টা
পাশাপাশি , তারা এও বলেন কলেজের তরফ থেকে শুনানির সময় কোনও আইনজীবী উপস্থিত না থাকায় কলেজ কর্তৃপক্ষের বক্তব্য জানতেই পারছে না আদালত। আগামিকাল হাইকোর্টে শুনানি চলাকালীন যাতে কলেজ কর্তৃপক্ষের কোনও আইনজীবীকে উপস্থিত থাকে সেই বক্তব্যকে সামনে রেখে মুখ্যসচিবকে ইমেল করেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন।
উল্লেখ্য, হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ১১ নভেম্বর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে তাদের বক্তব্য পেশ করতে হবে। জুনিয়র ডাক্তাররা এদিন ইমেলে বলেন, যদি আগামিকালের শুনানিতেও কলেজের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত না থাকেন, তাহলে বক্তব্য পেশ করার কোন জায়গাই আর থাকছে না।পাশাপাশি রাজ্য এবং কলেজের তরফ থেকে কোনও হলফনামা জমা না দেওয়ার কারণে ছাড় পেয়ে যাচ্ছে অভিযুক্তরা।আর এর জেরে থ্রেট কালচারের ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জুনিয়র চিকিৎসকেরা।
দেখুন অন্য খবর :
The post বর্ধমান মেডিক্যাল কলেজে র্যাগিং! মুখ্যসচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের first appeared on KolkataTV.
The post বর্ধমান মেডিক্যাল কলেজে র্যাগিং! মুখ্যসচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের appeared first on KolkataTV.