বর্ধমান: ভিক্ষাবৃত্তির আড়ালে অস্ত্র পাচার। যা দেখে চমকে গিয়েছেন পুলিস থেকে সাধারণ মানুষ। শুধু ভিক্ষাবৃত্তির আড়াল নয়, বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি শারীরিক অক্ষমতার বিষয়টিকেও অস্ত্র পাচারের কাজে ব্যবহার করত বলে অভিযোগ।
বর্ধমান স্টেশনে দীর্ঘদিন ধরে ভিক্ষা করত টুনটন। তাকে দেখলে এতটুকুও সন্দেহ হবে না। বরং যে কেউ চাইবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। কারণ, টুনটুন বিশেষভাবে সক্ষম। সেই সক্ষমতার সুযোগ নিয়েই সে অস্ত্র পাচার করত। গোপন সূত্রে সেই খবর পায় এসটিএফ। তারপরই ক্রেতা সেজে টুনটুনের কাছে অস্ত্র কিনতে যান এসটিএফের আধিকারিকরা। হাতেনাতে ধরা পড়ে যায় টুনটুন।
তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শাটার। ইতিমধ্যে রেল পুলিসের কাছে একটি মামলাও দায়ের হয়েছে।
এসটিএফ সূত্রের খবর, বিহারের মুঙ্গের থেকে রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারকারী একটি চক্রের সন্ধান চালাচ্ছিল তারা। সেই চক্রের খোঁজ করতে গিয়ে এসটিএফ জানতে পারে, অস্ত্র পাচার করতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কাজে লাগায় চক্রটি। যাতে কেউ সন্দেহ করতে না পারে।
আরও পড়ুন: Debangshu Bhattacharya: ফের বোমা ফাটালেন দেবাংশু, হাঁসখালির ঘটনাকে লজ্জা, ‘অপরাধী’কে জল্লাদ সম্বোধন
পুলিসের নজর এড়াতে ট্রেনে আসার সময় ভিক্ষা করতে আসে ওই বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। তারপর অন্য যাত্রীদের সহায়তায় ট্রেন থেকে স্টেশনে নেমে বাইরে গিয়ে নির্দিষ্ট লোকের হাতে সেগুলো তুলে দিত। বর্ধমান স্টেশনে ধরা পড়া টুনটুন গত আট বছর ধরে এভাবেই অস্ত্র পাচার করছিল। শেষমেষ এসটিএফের হাতে ধরা পড়ে টুনটুন।