ঝাড়গ্রাম : ‘বিজেপিকে ভেঙে দেওয়া অত সোজা নয়।’ বুধবার ঝাড়গ্রামে দলের সভায় এসে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন দিলীপ ঘোষ ও মহিলা নেত্রী ভারতী ঘোষ বিজেপির একটি বৈঠকে যোগ দিতে ঝাড়গ্রাম আসেন। সেখানে বৈঠক শেষে দিলীপ ঘোষকে সাংবাদিকরা নানা প্রশ্ন করেন। তিনি সৌমিত্র খাঁ ও শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁদের আক্রমন করেছেন।
আরও পড়ুন : দিলীপের নীতিকথা
এদিন বিজেপির যুব মোর্চা সভাপতির পদ ছাড়েন সৌমিত্র খাঁ। তিনি ফেসবুক পোস্টে তাঁর ইস্তফার কথা জানান। যার প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন,’আমার কাছে সৌমিত্র খাঁর কোনও পদত্যাগপত্র আসেনি। এলে বলব।’ ভোট পরবর্তী হিংসায় দলের কর্মীদের পাশে নেতারা দাঁড়ায়নি বলে অভিযোগ? এ প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,’যেখানে গন্ডগোল হচ্ছে। দলের নেতারা যাচ্ছেন। যেখানে গন্ডগোল হচ্ছে পার্টি হচ্ছে। পুলিশি অত্যাচার চলছে। গুণ্ডাদের অত্যাচার চলছে। তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। সংগ্রাম করছি।’ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যদের তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,’এখনও কোনও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অন্য দলে যোগ দেয়নি। তাঁদের ভয় দেখাচ্ছে। কেস দিচ্ছে। তবুও আমরা আমাদের কর্মীদের ধরে রেখেছি। বিজেপিকে ভাঙা অত সোজা নয়।’