ধূপগুড়ি: ফোনে প্রেম, তারপর বিয়ের দাবিতে ধরনা (boyfriend protest) , তাতেও প্রেমিকা বিয়ে করতে বেঁকে বসায় ধরনাস্থলেই আত্মহত্যার চেষ্টা (Attempted to suicide) যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে , ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা গিয়েছে, খলাইগ্ৰাম এলাকার এক যুবকের সঙ্গে ফোনে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে ভেমটিয়া এলাকার এক যুবতীর। এরপর বুধবার রাতে যুবকটি যুবতীর বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসেন। এদিকে যুবতীর অন্যত্র একটি ছেলের সঙ্গে বিয়ের কথা চলছে। যার ফলে মেয়েটি সরাসরি ছেলেটিকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন।এরপর সেই যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় তাঁকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।