বালি: বালির ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে এবার নয়া মোড়। বর্ধমানের গলসি থেকে গ্রেফতার হল তাঁরই বয়ফ্রেন্ড সানি খান। রহস্যমৃত্যুর ১০ দিনের মাথায় বছর উনিশের ওই তরুণকে মঙ্গলবার গ্রেফতার করেছে হাওড়ার বালি থানার পুলিশ। সূত্রে খবর, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
আরও পড়ুন: টাকার জন্য ধর্ষণ, গ্রেফতার ২
এই সানির বিরুদ্ধেই পুলিশের কাছে ব্ল্যাকমেল করার অভিযোগ তুলেছিল পামেলার পরিবার। অভিযোগ, সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর ছবি চেয়ে ব্ল্যাকমেল করতো সানি। পামেলা আত্মঘাতী হওয়ার আগে সানি তাঁকে ফোন করে হুমকিও দিয়েছিল। বালি থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে বর্ধমানের গলসি থেকে সানিকে গ্রেফতার করে। বুধবার তাকে হাওড়া কোর্টে তোলা হবে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একা পামেলাই নয়, বিভিন্ন তরুণীর ছবি নিয়ে সুপার ইম্পোজ করে টিকটক ভিডিও পোস্ট করত সানি। আদালতে সানিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।
আরও পড়ুন: প্রাতঃভ্রমণে গিয়ে মাথায় ধারালো অস্ত্রের কোপ
গত ৪ জুলাই রবিবার রাতে জাতীয় ক্যারাটে খেলোয়াড় ও ইউটিউবার পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। পাওয়া যায় একটি চিরকুট। বালি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল পামেলা। মৃত ছাত্রীর মায়ের অভিযোগ, মেয়েকে তাঁর এক বন্ধু ব্ল্যাকমেল করত। এই ঘটনার জন্য সেই বন্ধুই দায়ী। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ পামেলার বন্ধুদের কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে। অবশেষে মঙ্গলবার বর্ধমানের গলসি থেকে সানিকে গ্রেফতার করা হয়।