এ বছর ১৬৫ বছরে পড়ল দুর্গাপুরের কাঁকসা ঙ্গলমহলের কুলডিহা গ্রামের রায়বাহাদুর বাড়ির দূর্গাপুজো। জঙ্গলমহল এলাকার ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে রয়েছে
নানান গল্পকথা। এই গ্রামেরই রামগতি মুখোপাধ্যায়। রামগতি মুখোপাধ্যায় কে রায় বাহাদুর উপাধি দেন ব্রিটিশ সরকার।
তারপর থেকেই এই পুজো রায় বাহাদুর মুখার্জি বাড়ির দুর্গাপুজো নামে আসেপাসের এলাকায় জনপ্রিয় হয়ে ওঠে। এখন খ্যাতি ছাড়িয়ে পড়েছে দুর্গাপুরেও।
ব্রিটিশ দম্পতির দুটি মূর্তিও বসানো আছে।