রঘুনাথগঞ্জ: সাতসকালে তীব্র বিস্ফোরণ (Blast)।উড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Centre) ছাদ। রবিবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় একটি আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় আইসিডিএস সেন্টারের দেওয়াল উড়ে যায়। ছাদের কিছু অংশ উড়ে যায়। পাশাপাশি, বেশ কয়েকটি দেওয়ালে ফাটলও ধরে। তবে, ছুটির দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। যদিও আইসিডিএস সেন্টারটির মূল ভবনটি বন্ধ থাকলেও বাইরে শিশুদের ক্লাস হয়।
স্থানীয় সুত্রেজানা গিয়েছে, রবিবার সকাল ৭ টা নাগাদ আচমকা ওই আইসিডিএস সেন্টারে বেমা বিস্ফোরণের ঘটে। তারপরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পাশাপাশি বিস্ফোরণের তীব্রতার জেরে ভেঙে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একাধিক অংশ। স্থানীয়দের দাবি, যেই ব্যক্তির বাড়িতে অঙ্গনওয়াড়িটি তৈরি হয়েছে এই বোমা বিস্ফোরণের পর থেকেই ওই বাড়ির সদস্যরা পলাতক।
আরও পড়ুন:সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে মৃত্যু দুই ভাইয়ের
ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে তীব্র বিস্ফোরণ হল? কোথা থেকে এল বিস্ফোরক? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরেই কি বিস্ফোরক মজুত ছিল? কে বা কারা কী উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করেছিল, সবদিকই খতিয়ে দেখছে পুলিশ। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।