কলকাতা : ভোট পরবর্তী হিংসায় বিজেপি সমর্থকের মৃত্যু নিয়ে বর্ধমানে তদন্তে সিবিআইয়ের বিশেষ দল। এই দলে ছিলেন তিনজন সদস্য। দলটি প্রথমে বর্ধমান পুরসভার বোর্ডের মুখ্য প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এরপর তারা পুরসভায় গিয়ে কিছু নথিপত্র নিয়ে যান তদন্তের স্বার্থে।
গত ২ মে বিধানসভার ভোটের ফল বেরোতেই বর্ধমানের বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, এই ভোট-পরবর্তী হিংসায় মৃত্যু হয় বর্ধমান শহরের কাঞ্চননগরের বেলপুকুর এলাকার বাসিন্দা নারায়ন চন্দ্র দাসের।
পেশায় টোটোচালক এই ব্যক্তির মৃত্যুর পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরই নৃশংসভাবে হত্যা করা হয়েছে নারায়ন বাবুকে। সেই ঘটনারই তদন্ত করতে সোমবার বর্ধমানে আসে সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল।
আরও পড়ুন – দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের পথে শহিদ জওয়ান শ্যামল দাসের দেহ
বর্ধমান পৌরসভার মূখ্য প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় এই বিষয়ে দাবি করেন, এই ঘটনার সঙ্গে পুরসভার কোনো যোগ নেই। আগে সিবিআই একটা চিঠি তাঁকে ব্যক্তিগতভাবে দিয়েছিলেন। যদিও এর কারণ তিনি জানেন না। আর এই চিঠিতেই ওই ব্যক্তির মৃত্যু শংসাপত্রসহ কিছু তথ্য চেয়েছিলেন।
সোমবার ওই সংক্রান্ত আরও কিছু নথির কপি চান। প্রণব চট্টোপাধ্যায় জানান, ‘এই ব্যাপারে সচিবকে নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি। ওই দলকে সবরকম সহযোগিতা করা হয়েছে।’