নদিয়া: ধস নামল নদিয়া জেলা বিজেপিতে। বৃহস্পতিবার জেলা বিজেপির সহ-সভাপতি অসিত সাহা সহ প্রায় দুশো কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। এদিন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করলেন তাঁরা। ধরে। কৃষ্ণনগরে জেলা তৃণমূল ভবনে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
তৃণমলে যোগদান করে বিজেপির নদিয়া জেলার সহ-সভাপতি অসিত সাহা বলেন, “মোদীর কথায় ভুলে একসময় তৃণমূল কাউন্সিলর পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলাম। কিন্তু তারপর মোহভঙ্গ হয়েছে।“ প্রধানমন্ত্রী মোদীর হাত ধরেই বাংলার উন্নয়ন হবে আশাবাদী ছিলেন তিনি। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় ফের তৃণমূলে যোগদান করলেন বলে জানালেন তিনি।
আরও পড়ুন: সেবকে ধস, বন্ধ শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যোগাযোগ ব্যবস্থা
উল্লেখ্য, মুকুল রায়ের হাত ধরেই ২০১৭ সালে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন অসিত বাবু। সেই সময় তিনি কৃষ্ণনগরের কাউন্সিলর ছিলেন। যদিও এদিন অসিত সাহার পুনরায় তৃণমূলে যোগদান নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি জেলা বিজেপি।
আরও পড়ুন: জনসাধারণের করের টাকায় সংসদে তাণ্ডব করছে বিরোধীরা, দাবি বিজেপির
বিধানসভা নির্বাচনে ব্যপক ভরাডুবি হয় বিজেপির। তারপর থেকেই রাজ্যজুড়ে একাধিক বিজেপি নেতা গেরুয়া শিবির ছেড়ে যোগদান করেন তৃণমূলে। শুধু শহরাঞ্চলেই নয়, গ্রামাঞ্চলে বিভিন্ন পঞ্চায়েতেও দলবদলের ধারা অব্যাহত রয়েছে। পঞ্চায়েতে এবং জেলাগুলিতে দলীয় নেতাদের এই ‘ঘর ওয়াপসি’ নিয়ে রীতিমতো অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। মুখে স্পষ্ট করে না বললেও চাপ বাড়ছে দিলীপ-শুভেন্দুদের। এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।