হাওড়া: বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি ও এলাকার তৃণমূলের যুব সভাপতি।হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের বাগনান থানার বাইনান এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলার কয়েক মাস আগেই স্ট্রোক হয়। তার পর থেকেই তিনি কথা বলতে পারছিলেন না।
আরও পড়ুন জলমগ্ন চাষের জমি, হামেশাই দেখা মিলছে কালকেউটে, কিং কোবরার
শনিবার রাতে নির্যাতিতা মহিলার স্বামী বিশেষ কাজে কলকাতায় থেকে গিয়েছিলেন। সেই সুযোগে এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি কুতবুদ্দিন মল্লিক ও যুব সভাপতি দেবাশিস রানা সহ ৫ জন নির্যাতিতার বাড়িতে যায়। রাত সাড়ে ১২ টা নাগাদ ওই মহিলার নাম ধরে ডাকে।স্বামী ফিরেছে ভেবে দরজা খুলতেই ধৃতেরা মহিলার উপর ঝাপিয়ে পড়ে এবং তাঁকে গণধর্ষণ করে। ভোর সাড়ে ৫ টার সময় বড় ছেলে ঘুম থেকে উঠে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন এই মহিলা। বাবার মোটর সাইকেল শরীরে উপর চাপানো। এরপরেই বাবাকে ফোন করে সমস্ত ঘটনা জানান মহিলার ছেলে। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।
আরও পড়ুন বিজেপির বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে অধিবেশনের আগে বিরোধীদের বৈঠক
এই বিষয়ে নির্যাতিতার স্বামীর অভিযোগ, তিনি বিজেপির সক্রিয় কর্মী। গত বিধানসভা নির্বাচনে তাঁদের বুথ থেকে বিজেপি লিড পেয়েছে, তাই আক্রোশের কারণে তৃণমূলের দুস্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।এই ঘটনায় পুলিশ এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি কুতবউদ্দীন মল্লিক ও যুব সভাপতি দেবাশিস রানাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত বাকি ৩ জন এখনও অধরা। তাঁদের খোঁজ চলছে। ধৃতদের মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে। এ নিয়ে স্থানীয় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।’ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীরা অবশ্যই শাস্তি পাবেন’ এমনটা জানিয়েছেন হাওড়া জেলার তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়।
আরও পড়ুন বিশ্বের দরবারে পিংলার পটশিল্প, শুরু প্রদর্শনী