বাংলাদেশ থেকে কলকাতায় পাখি পাচার করার সময় হাতেনাতে গ্রেফতার বাবা ও ছেলে। হাড়োয়া থানার লেবুতলা এলাকার ভবানীপুর এলাকার বাসিন্দা শ্যামল অধিকারী ও তার ছেলে সুব্রত অধিকারী। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে কলকাতায় পাচার করছিল এই পাখিটি। গোপন সূত্রে খবর পেয়ে বনদফতর তাদের দাঁড় করায়। তবে তাদের এক সঙ্গী পালিয়ে যায়। এদের কাছ থেকে উদ্ধার করা পাখিটির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, পাখিটির নাম হল হর্ণবিল। এই প্রজাতির পাখি দেখা যায় বেশিরভাগ চীনে।এছাড়া এশিয়া আফ্রিকা ও মালয়েশিয়াতে এই প্রজাতির বিভিন্ন রকমের রঙের পাখি দেখা যায় ।এর ওজন ১ থেকে ৪ কেজি হয় সর্বোচ্চ। ২ ফুট থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ভারতের এই প্রজাতির পাখি হিমালয় পশ্চিম ভারতে দেখা যায়। ভারতের এই পাখির নাম ধনেশ।
দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের পাচারের সাথে যুক্ত। পাখি ছাড়াও উদ্ধার হয়েছে একটি বাইক। এর সঙ্গে আন্তর্জাতিক পাখি পাচারের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে বনদফতর। বাবা ও ছেলেকে আটক করার কারণে বনদফতর কর্মীদের ওপর আক্রমণ করে কয়েকজন। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বুধবার বসিরহাট মহাকুম আদালতে পাঠানো হয়েছে তাদের।