রবিবার পুরাতন ঝাড়গ্রামে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হল দুয়ারে চেকআপ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনদফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাত, তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম জেলার সভাপতি আর্য ঘোষ। কর্মসূচিতে এলাকার প্রায় ১১০জনের শারীরিক চেকআপ করা হয়। একসঙ্গে রাজ্যের মন্ত্রী ও রাজ্য নেতৃত্বকে পাশে পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। মন্ত্রীকে কাছে পেয়ে তাঁদের অভাব অভিযোগের কথাও জানান তাঁরা।
আরো পড়ুন: হাসপাতাল পরিদর্শনে বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা
ওই কর্মসূচির পর ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সত্যবান পল্লী এলাকায় গিয়ে, লোধা-শবর সম্প্রদায়ের মানুষের হাতে কিছু ত্রাণ তুলে দেন নেতা ও মন্ত্রী। এরপর এলাকার প্রায় দু’শো জন বাসিন্দাকে খিচুড়ি ও মাংস খাওয়ানো হয়। তাঁদের সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্য, বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাত সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতারা একসঙ্গে দুপুরের খাবার খান ।
আরো পড়ুন: নেট সমস্যা, নজির গড়ল পড়ুয়ারা
ওই অনুষ্ঠানে উপস্থিত বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, ‘শুধু ঝাড়গ্রাম শহরে নয়, ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকার অসহায় মানুষের উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে এবং আগামীদিনেও করবে। মানুষ কাজ করার জন্য আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের একমাত্র কর্তব্য।’ তিনি আরও বলেন, রাজনীতিকে দূরে রেখে মানুষের উন্নয়নে কাজ করে যাবেন।
আরো পড়ুন: জ্ঞানেশ্বরীকাণ্ডে ‘জীবিত’কে ‘মৃত’, ধৃত ১
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘লোধা ও শবর সম্প্রদায়ের মানুষ যাতে ভালভাবে জীবননির্বাহ করতে পারেন, তার জন্য দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ করেছেন। আগামীদিনে তাঁদের উন্নয়নে আরও কাজ করা হবে।’ তিনি তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে খুশি এবং আগামীদিনেও তিনি তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যকে অসহায় মানুষের পাশে গিয়ে তাঁদের সেবা করার জন্য কাজ করার আহ্বান জানান।