কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কয়লার পর এবার গরু। শুক্রবার গরু পাচার কাণ্ডেও বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। এদিন বিকাশ মিশ্রকে ১০ দিনের হেফাজতে নেয় সিবিআই। গরু পাচার কাণ্ডে আগামী ১৮ এপ্রিল তাঁকে আবার আদালতে পেশ করা হবে।
শুক্রবার কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। এই মামলায় তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দেয় পুলিস। এরপরই সিবিআই কয়লার সঙ্গে গরু পাচার মামলায় বিকাশ মিশ্রের নাম সংযোজন করে। এদিনই তাঁকে স্বতঃপ্রণোদিত ভাবে গ্রেফতার করা হয়।
এরপরেই সিবিআই বিকাশকে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে চায়। এর পর এই মামলারও শুনানি হয়। বিচাররক সিবিআইয়ের আর্জি মঞ্জুর করে।
আরও পড়ুন- Coal Scam: জেলেই থাকতে হচ্ছে কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিকাশ মিশ্রকে, নির্দেশ সিবিআই আদালতের
গরু পাচার মামলায় বিকাশ মিশ্রকে ১০ দিনের সিবিআই হেফাজত দেয় আদালত। অন্যদিকে কয়লা পাচার মামলায়ও ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী ১৮ এপ্রিল বিকাশ মিশ্রকে গরু পাচার কাণ্ডে আদালতে পেশ করা হবে। আর ২২ এপ্রিল তাঁকে আদালতে পেশ করা হবে কয়লা পাচার কাণ্ডে।