সিউড়ি: তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষান মোর্চা আজ, সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভারত বনধের ডাক দিয়েছে। বনধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন বাম সংগঠন এবং বাম রাজনৈতিক দলগুলি। প্রথম কয়েক ঘণ্টায় বনধের মিশ্র প্রভাব পড়ল রাজ্যের জেলাগুলিতে৷
ধর্মঘট সফল করতে এ দিন সকালে সিউড়ির রাস্তায় মিছিল করল বাম নেতা-কর্মীরা। সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে তাঁরা মিছিল করে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান। সিউড়ি স্টেট বাসস্ট্যান্ডের সামনে সরকারি বাস আটকে বন্ধ সফল করার চেষ্টা করেন ধর্মঘটীরা।
আরও পড়ুন: পুজোর মরশুমে বনধ সমর্থনে নারাজ মুর্শিদাবাদের ব্যবসায়ীরা
চালকদের নিরাপত্তার বন্দোবস্ত করতে অবশ্য আগেভাগেই তাঁদের হেলমেট দিয়েছে কর্তৃপক্ষ। সরকারি বাসের চালক এবং অন্যান্য কর্মীদের হেলমেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিউড়ি বাসস্ট্যান্ডের আধিকারিকরা। বিভিন্ন সময়ে বনধ, ধর্মঘট ডাকা হলে রাস্তায় বাস ভাঙচুর, গাড়ির কাচ, চালকদের লক্ষ্য করে ঢিল ছোড়ার প্রবণতা একাধিক বার দেখা গিয়েছে। মূলত সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই হেলমেটের ব্যবস্থা করা হয়েছে।
বনধের সমর্থনে মিছিল বীরভূমে (নিজস্ব চিত্র)
সকাল ১০টা পর্যন্ত সিউড়ি শহরে বনধের মিশ্র প্রভাব পড়েছে। বেসরকারি বাস তেমনভাবে চলাচল করতে দেখা যায়নি। দোকানপাট খোলা রয়েছে অন্যান্য দিনের মতোই। সরকারি বাস চললাচল স্বাভাবিকই রয়েছে। একই চিত্র ধরা পড়েছে দুবরাজপুর শহরে। সেখানেও বনধের সমর্থনে মিছিল করা হয়। দুবরাজপুরের কামারশাল মোড়ে পথ অবরোধও করা হয়। এর জেরে কিছুক্ষণের জন্য জনজীবন স্তব্ধ হয়।
আরও পড়ুন: বনধের মিশ্র প্রভাব জেলাগুলিতে