ভাঙড়: নাকা চেকিংয়ের নামে পণ্যবাহী লরি আটকে তোলাবাজির অভিযোগ পুলিসের বিরুদ্ধে। টাকা না দেওয়ায় চালক ও খালাসিকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করল পুলিস। মেরে চালকের হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। প্রতিবাদে স্থানীয় চালকেরা আড়াআড়িভাবে গাড়ি দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে ভাঙড়ের কাঁঠালিয়ায়।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে কাঁঠালিয়ায় পুলিস ওই লরিটিকে টর্চ মেরে দাঁড় করাতে চায় নাকা চেকিংয়ের সময়। না দাঁড়ানোয় পুলিস ধাওয়া করে লরিটিকে থামায়। চালক ও খালাসিকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। চালকের আঙুল ভেঙে যায়। স্থানীয় ট্রাক ও লরি চালকেরা জানান, ওই লরিটিতে বেআইনি কিছু ছিল না। কাগজপত্রও ঠিকঠাক ছিল।
লরির কাঁচ ভেঙে দেওয়া হয়
তাঁদের আরও অভিযোগ, ভাঙড়ে পুলিসের এই তোলাবাজি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ওই ঘটনার প্রতিবাদে মাঝরাতে প্রায় দু ঘন্টা অবরোধ চলে ৯১ ভাঙড় শ্যামবাজার রোডে। পরে পদস্থ পুলিসকর্তারা ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
আরও পড়ুন: AFSPA Extended in Nagaland: নাগাল্যান্ডে আফস্পার মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্র
পুলিস অবশ্য তোলাবাজির অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, লরিটি না দাঁড়ানোয় দু-একটি লাঠির বাড়ি মারা হয়। তাতে অসাবধানতাবশত লাঠির ঘা লাগে ড্রাইভারের হাতে।