জলপাইগুড়ি: ব্যবধান মাত্র দশ কিলোমিটার। গত মঙ্গলবার জলপাইগুড়ি (jalpaiguri bear) শহরের তিস্তা উদ্যানে অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে ভাল্লুক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার ঠিক সাতদিনের মাথায় এবার শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে দেখা দিল ভাল্লুক-আতঙ্ক (black bear jalpaiguri)।সোমবার সন্ধ্যায় বাগানের ২০ নম্বর সেকশনে ভাল্লুকের মতো দেখতে একটি প্রাণী নজরে পড়ে বাগানের চৌকিদার এবং কয়েকজন শ্রমিকের।ম্যানেজার মারফত সেই খবর পৌঁছায় বন দফতরে। রাতেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। মানুষজনকে সতর্ক করেন। সকাল থেকে ভাল্লুকের খোঁজে জোর তল্লাশি (drone search) শুরু হয়েছে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ২০ নম্বর সেকশন এবং সংলগ্ন এলাকায়।
শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে বাগানের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চা গাছের পাশাপাশি ঝোপঝাড় বেশি থাকায় ভাল্লুকের খোঁজে বাগান জুড়ে ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। এদিকে যে এলাকায় ভাল্লুক দেখা গিয়েছিল বলে দাবি, সেখানে বড় আকারের জন্তুর পায়ের ছাপ মেলায় আতঙ্ক আরও বেড়ে গিয়েছে। পায়ের ছাপটি ভাল্লুকের কি না খতিয়ে দেখছে বন দফতর।