বসিরহাট: বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আখরপুর গ্রামে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হল৷ বসিরহাট থানার একদল পুলিস গিয়ে দুষ্কৃতীদের ডেরায় হানা দেয়। বিপুল পরিমাণ অস্ত্রসহ পাকড়াও করে দুই কুখ্যাত দুষ্কৃতী, আজরুদ্দিন মণ্ডল ও আল আমিন মণ্ডলকে।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছটি ওয়ানশটার, ১২ রাউন্ড গুলি, সঙ্গে ধারাল অস্ত্র ও ১০ লিটার তরল মাদক। দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে বসিরহাট পুলিস জেলার বিভিন্ন থানায় একাধিক খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানির অভিযোগ ছিল।পুলিস এদের খুঁজছিল৷
আরও পড়ুন- হাওড়ার লিলুয়ায় বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে বিধ্বংসী আগুন
আজ, মঙ্গলবার ভোররাতে আগ্নেয়াস্ত্র, মাদক নিয়ে এই দুই দুষ্কৃতী সীমান্তের ইটিন্ডা থেকে ঘোজাডাঙা সীমান্তের দিকে যাচ্ছিল। সেখান থেকে তাদের গ্রেফতার করে পুলিস। ধৃত দুজনকে এদিনই বারাসত জেলা আদালতে তোলা হবে।