বাইরুইপুর: বিজেপির জনসভায় যাওয়ায় বিজেপির সক্রিয় কর্মী খোকন বিশ্বাসকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা হীরেন রায় এবং স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।
ঘটনাটি ঘটেছে, বারুইপুর পূর্ব বিধানসভার বেলেগাছি অঞ্চলে। জানা গিয়েছে, বিজেপির জনসভায় যাওয়ার অপরাধে বিজেপির সক্রিয় কর্মী খোকন বিশ্বাসকে আজ সকালে বেধড়কভাবে মারে তৃনমূল নেতা হীরেন রায় সহ স্থানীয় তৃণমূলের নেতারা। তার স্ত্রী ও মা গিয়ে তাকে উদ্ধার করতে যায়। সেই সময় তাঁদের উপর অত্যাচার করা হয় বলেও অভিযোগ।
অভিযোগ, রড দিয়ে মেরে তাদের সারা শরীর ক্ষতবিক্ষত ও হাত ভাঙে দেওয়া হয়। তারপরও তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় ঘুটিয়ারি শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। বারুইপুরস্থানীয় বিজেপির পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে এই মারধরের ব্যাপার সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।