বর্ধমান: দত্তপুকুরের (Duttapukur) ঘটনার পর নড়েচড়ে বসল বর্ধমান জেলা পুলিশ (Police)। বর্ধমানের ডাঙাপাড়া থেকে উদ্ধার ৮০০ কেজি বোমা। পলাতক মজুদ রাখা বোমের গোডাউনের মালিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান জেলা পুলিশ। বোমগুলোকে নিষ্ক্রিয় করা হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব-স্কোয়াডকেও।
বর্ধমান জেলা পুলিশ জানিয়েছে, তাঁরা সব সময়ই তৎপর। দত্তপুকুরের ঘটনার পর থেকেই তদন্ত চালাচ্ছে পুলিশ। বর্ধমানের বিভিন্ন সোর্স লাগানো হয়েছে। সোমবার রাতে বর্ধমান শহর লাগোয়া রায়ান গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া ঘন জনবসতি এলাকার এক ব্যক্তি মোহাম্মদ লাগুরের বাড়ি ও তার গোডাউন থেকে ৮০০ কেজি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: মেট্রো শহরে তেলের দামে বদল! জানুন আজ পেট্রল-ডিজেলের দাম
পুলিশের দাবি, অল্প পরিমাণ বোমা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এছাড়া বেশিরভাগটাই কিন্তু তার গোডাউনে মজুদ ছিল। যদিও ডিএসপি’র বক্তব্য, দত্তপুকুরের সঙ্গে এই ঘটনার কোন যোগাযোগ নেই। রোজকার মতোন তল্লাশি চলছিল। রুটিন তল্লাশিতেই উদ্ধার হয়েছে এই বোম।
পুলিশের আরও দাবি, বেশ কিছুদিন ধরেই মোহাম্মদ লাগু ওই এলাকায় এই বোমা মজুদ করে রেখেছিল।