বাঁকুড়া: শর্তসাপেক্ষে জামিন পেলেন জীবন চক্রবর্তী-সহ তিন বিজেপি নেতা। সোমবার বাঁকুড়া জেলা আদালত ধৃত তিনজনের সমস্ত সিডি দেখে তাঁদের ৩০০০ টাকা করে রেজিস্ট্রার সিকিউরিটি বন্ডে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে বলে জানিয়েছেন ধৃতদের আইনজীবি। জামিন শর্তে বলা হয়েছে, আগামী দিনে নির্দেশ ছাড়া ছাতনা থানা এলাকায় ঢুকতে পারবেন না ওই তিন জন বিজেপি। এছাড়াও ১৫ দিন অন্তর ছাতনা থানায় হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে তাঁদের।
গত ৩১ মার্চ ছাতনা এলাকার বাঁকাপাড় পুকুর খনন কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে জীবন চক্রবর্তীর নেতৃত্বে পথ অবরোধ চলে। অবরোধের জেরে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ছাতনা থানার আইসি আশিস জৈনের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী আসে। পথ অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরই বিজেপি নেতা জীবন চক্রবর্তী মাইক হাতে উচ্চস্বরে ছাতনা থানার আই সি কে বিবস্ত্র করার হুমকি দেন।
ঘটনাস্থল থেকে পুলিশ জীবন চক্রবর্তী সহ তিন বিজেপি নেতাকে গ্রেফতার করে। একাধিক ধারায় মামলা রুজু করা হয় তিন নেতার বিরুদ্ধে। ১ এপ্রিল এই তিন জিনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় বাঁকুড়া জেলা আদালত। একইসঙ্গে ৪ এপ্রিল সিডি কলের নির্দেশ দেয় আদালত। এদিন সিডি কলের পরেই শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় ওই তিন বিজেপি নেতাকে।
আরও পড়ুন- Tapan Kandu Murder Case: ঝালদায় তপন খুনে ধৃত নরেনের স্ত্রীও সুবিচারের আশায়