বনগাঁ: ভারতীয় ট্রাক চালককে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল। প্রতিবাদ করতে গেলে গলায় ছুরি ধরে মারধর করা হয় বলেও জানা গিয়েছে। বুধবার এই ঘটনা ঘটে বাংলাদেশের বেনাপোলে। অভিযোগ, ভারতীয় এক ট্রাক চালককে ছিনতাইবাজরা স্প্রে ব্যবহার করে টাকা ও মোবাইল ছিনতাই করে। বেনাপোলের সরকারি কর্তাদের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।
বুধবার সকালে ভারতীয় ট্রাক চালকরা উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বনগাঁর পেট্রাপোল মুখ্য ভবনে অভিযোগ জানান। অতি দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, কয়েকদিন আগে বেনাপোলে পণ্য খালাস করতে গিয়ে ছুরি মারা হয়েছিল এক ভারতীয় ট্রাক চালককে। তাঁর কাছ থেকে জিনিসপত্র নিয়ে পালায় ওই ছিনতাইকারী। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পেট্রাপোল আইসিপি গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন ট্রাক চালকরা।
বুধবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। ফলে, ভারতীয় ট্রাকচালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ট্রান্সপোর্ট ইউনিয়ন কর্তা থেকে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় প্রশাসনিক কর্তাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছেন তাঁরা। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না-নিলে আগামীদিন বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- শুভেন্দুকে জেতাতে লোক পাঠানো হয়েছিল নন্দীগ্রামে, বিস্ফোরক সুরজিৎ