বালুরঘাটঃ সীমান্তে বিএসএফের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ দেখালেন বালুরঘাট তৃণমুল কংগ্রেসের মহিলা কমিটির সদস্যারা। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিশেষত আজ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালুরঘাটে আজ বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুন গড়িয়াহাট জোড়া-খুনের রহস্য উদ্ধারে লালবাজারের ভরসা গোয়েন্দা কুকুর জিপসি
দক্ষিন দিনাজপুর জেলা মহিলা তৃনমুল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সীমান্তে বিএসএফ-এর ক্ষমতা বাড়ানো নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশানুসারে সীমান্তের ১৫ কিলোমিটারের পরিবর্তে ৫০ কিলোমিটার পর্যন্ত তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে বিএসএফ। যেহেতু রাজ্যের আইন শৃখ্যলা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত।তাই এই নয়া নির্দেশিকার ফলে রাজ্য সরকার তথা পুলিশের ক্ষমতা খর্ব হবে। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিক্ষোভে রাস্তায় বালুরঘাট মহিলা তৃণমূল কর্মীরা
আরও পড়ুন প্রবল বৃষ্টিতে দার্জিলিং-এ ধস, বিপর্যস্ত যান চলাচল
তাই এই নির্দেশিকার বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেস। বালুরঘাট থানার মোরে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচি। সেখানেই উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী, বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি পূর্ণিমা দাস সহ অন্যান্যরা।