বালুরঘাট: পশ্চিমবঙ্গ পুলিসের সাব-ইনস্পেক্টর (Sub-Inspector) পদে চাকরির পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন এক পরীক্ষার্থী (Fake Examinee) । অভিযোগ, ডিজিটাল চিপসে উত্তরপত্র নিয়ে তিনি পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা কেন্দ্র থেকেই পুলিস তাঁকে আটক করে। ঘটনাটি ঘটেছে রবিবার, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Balurghat)।
একই পরীক্ষায় আর এক ভুয়ো পরীক্ষার্থীকেও আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যের হয়ে সাব-ইনস্পক্টরের পরীক্ষায় বসেছিলেন। এই ভুয়ো পরীক্ষার্থীকেও বালুরঘাট থানার পুলিস আটক করে।
পুলিস সূত্রে খবর, রবিবার বালুরঘাট বিএড কলেজে পরীক্ষার সেন্টার পড়েছিল উল্লিখিত দুই পরীক্ষার্থীর। ধৃতদের একজন যাঁর হয়ে পরীক্ষায় বসেছিলেন, পুলিশ তাঁর খোঁজও শুরু করছে।
আরও পড়ুন:লালগড়ে আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিজেপি নেতা!
জানা গিয়েছে, ভুয়ো পরীক্ষার্থীর নাম রাকেশ কুমার। বাড়ি মালদায়। জয়দেব মণ্ডলের হয়ে তিনি পরীক্ষা দিচ্ছিলেন। নকল করতে গিয়ে ধরা পড়া অপর অভিযুক্তের নাম প্রতাপ মণ্ডল।
দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি সোমনাথ ঝাঁ জানান, এদিন ১৫টি সেন্টারে পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩টি তে মহিলা এবং বাকিগুলিতে পুরুষ পরীক্ষার্থীদের সিট পড়েছিল। এক একটি সেন্টারে প্রায় ৪০০ জনের সিট পড়েছিল।