হাওড়া: সাতসকালেই বাঘের আতঙ্ক ছড়াল বাগনানে। বৃহস্পতিবার সকালে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে জাতীয় সড়কের উপর জখম অবস্থায় পড়ে রয়েছে বাঘের মতো দেখতে একটি পশু। যাকে দেখার জন্য মুহূর্তের মধ্যেই জাতীয় সড়কে কয়েক’শো মানুষের ভিড় জমে যায়। ওই এলাকায় ছড়িয়ে পড়ে বাঘের আতঙ্ক। ঘটনাটি ঘটেছে বাগনান থানা এলাকার কাপালিপাড়ায় ১৬ নং জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন জাতীয় সড়কের উপর ওই প্রাণীটিকে দেখতে পান। স্থানীয়দের তরফ থেকে খবর দেওয়া হয়, বাগনান-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা পরিবেশ কর্মী চন্দ্রনাথ বসু ও বন্যপ্রাণ সংরক্ষক চিত্রক প্রামাণিককে। তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত উৎসুক জনতার ভুল ভাঙিয়ে জানান, ‘এটি বাঘ নয়, একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘরোল’।
এই ঘটনার খবর পেতেই ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগনান থানার পুলিস। খবর দেওয়া হয় বন দফতরে। কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে বাঘরোলটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে ওই বাঘরোলটির পায়ে চোট রয়েছে।
আরও পড়ুন – Jalpaiguri: এবার ভালুক-আতঙ্ক জলপাইগুড়ি সদরের কাদবারিতে