দক্ষিণ কলকাতার নাম করা বারোয়ারি পুজোগুলির অন্যতম বাদামতলা আষাঢ় সংঘের পুজো। সেই ২০০১ থেকে থিম পুজোয় মেতে উঠে বাদামতলা আষাঢ় সংঘের পুজো কমিটি। এরপর আর ছন্দপতন ঘটেনি। বরং প্রত্যেক পুজোতেই দর্শকদের তাক লাগিয়েছে দেবী প্রতিমা ও মণ্ডপ সজ্জার অভিনবত্ব।
থিম যখন পদাঙ্ক
দুর্গাপুজোর ৮৪তম বছরে বাদামতলা বারোয়ারির থিম পদাঙ্ক। এই থিমের মাধ্যমে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই জীবনযাত্রাকে তুলে ধরতে চাইছেন পুজো উদ্যোক্তরা। সেই মতো নানা পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। অভিনবত্ব রয়েছে প্রতিমা তৈরিতেও।
আরও দেখুন: ৩০তম বছরে চেতলা অগ্রণীর পুজোর থিম ষোলো কলা পূর্ণ
পুজো উদ্যোক্তাদের বিশ্বাস তাদের এই প্রতিমা, থিম ও মণ্ডপ সজ্জায় এবারেও পুজো মণ্ডপে নামবে দর্শনার্থীদের ঢল। পাশাপাশি, কোভিডকালে ঠাকুর দেখার আনন্দ যাতে মাটি না হয় সেজন্য ড্রাইভ ইন দর্শনের ব্যবস্থা রাখা হয়েছিল। সেই ব্যবস্থা এবারও থাকছে। তবে সকল দর্শকের কাজে পুজো কমিটির একটাই অনুরোধ ভিড়ের মধ্যে যাতে সকলে মাস্ক পরে যেন করোনাবিধি পালন করে।