কালিয়াচক: ফের তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার চেষ্টা। অভিযোগের তির কংগ্রেস ও নির্দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নামদারটোলা এলাকার ওই তৃণমূল নেতা।
জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ৯টা নাগাদ সদ্য নির্বাচিত তৃণমূলের পঞ্চায়েত সদস্য রমজান শেখ চা খেয়ে বাজার থেকে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময়ে রাস্তার মধ্যে তাঁকে একা পেয়ে পথ আটকায় কংগ্রেস ও নির্দল আশ্রিত দুষ্কৃতীরা। তার পরেই লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বছর ২৩এর রমজানকে। অভিযোগ, এমনকী তৃণমূল নেতার গলায় গামছা বেঁধে তাঁকে এলাকার এক ফাঁকা মাঠের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। চিৎকার শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। ফলে তৃণমূল নেতাকে মাঠে ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: যৌনপল্লী থেকে উদ্ধার বাংলাদেশী নাবালিকা, তদন্তে দুর্গাপুর থানার পুলিশ
স্থানীয়রা আহত তৃণমূল নেতাকে চিকিৎসার জন্য বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই আপাতত ভর্তি রয়েছেন তিনি। রমজান শেখের বাবা তাজেকুল ইসলামের দাবি, ভোটের দাঁড়ানোর পর থেকেই ছেলের উপর রাগ রয়েছে কয়েকজনের। তিনি অভিযোগে জানান, যখন থেকে রমজান শেখ তৃণমূলের টিকিটে গ্রাম পঞ্চায়েতের লড়াইয়ের নেমেছিলেন, কংগ্রেস ও নির্দলের প্রতিনিধিদের তরফ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছিল। মনোনয়ন প্রত্যাহারের জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে দাবি আহত তৃণমূল নেতার বাবার। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক।