জলপাইগুড়ি: ভুয়ো আইএস অফিসারের পর এবার ভুয়ো হিউম্যান রাইটস অফিসার। হিউম্যান রাইটসের অফিসার পরিচয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জলপাইগুড়ির মেটেলি থানার পুলিশ।
আরও পড়ুন: সরকারি নিয়মকে বুড়ো আঙুল, বাঙালির পাতে বাড়ন্ত ইলিশ
মৈনাক চক্রবর্তী নামে ওই ভুয়ো অফিসার চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি কোচবিহার এলাকার বাসিন্দা। অভিযোগ, প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে এলাকার বেশ কিছু লোকের কাছ থেকে টাকা নেন তিনি। কিন্তু কাউকেই চাকরি দেননি তিনি। দিন কয়েক আগে এক যুবকের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটি রিসোর্টের অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে টাকা পাঠাতে বলেন। তাতে সন্দেহ হয় ওই যুবকের। থানায় অভিযোগ জানায় ওই যুবক। এরপর রাতে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে।
আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম থ্রিডি বালি আর্ট
বিষয়টি সামনে আসতেই উত্তেজিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা। জনরোষের হাত থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যেতে কার্যত বেগ পেতে হয় পুলিশকে। অভিযুক্তকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। কলকাতায় ভুয়ো আইএস এর পর ডুয়ার্সের এই প্রত্যন্ত এলাকায় এইভাবে জালিয়াতি করায় হতবাক সাধারন মানুষ।