মালদা: ফের কালিয়াচকে বোমা বিস্ফোরণ যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ঘটনা কালিয়াচক থানা এলাকার বীরনগর ২নং গ্রাম পঞ্চায়েতের বেগুনটোলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, গতকাল রাত্রি প্রায় সোয়া তিনটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরে আজ সকালে স্থানীয় গ্রামবাসীরা মাঠের দিকে কাজ করতে এলে একটি বেগুনের জমিতে তারা দেখতে পান তিনটি বস্তা পড়ে রয়েছে এবং তার সাথে ওই এলাকা জুড়ে ছোপছোপ রক্ত পড়ে রয়েছে। তাঁদের সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেন কালিয়াচক থানার পুলিশকে। ইতিমধ্যেই কালিয়াচক থানার পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: মঙ্গলে স্বস্তি, ফের কমল সোনার দাম, জানুন কলকাতায় কত যাচ্ছে
গ্রামবাসীদের অভিযোগ, কেউ বা কারা এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে বোমা মজুদ করছিল। তখনই আচমকায় বোমা বাধার সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে আহত হয় তারা। যদিও এখনও পর্যন্ত কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে পারা যায়নি। ঘটনায় আহতরা কে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও কিন্তু স্পষ্ট করে জানা যায়নি। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ এবং কে বা কারা এ ঘটনার সাথে যুক্ত রয়েছে বা কে আহত হয়েছে তা তদন্ত করে জানার চেষ্টা করা হচ্ছে কালিয়াচক থানার পুলিশের তরফে।