বসিরহাট: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (Durga Puja)। মা দুর্গা (Maa Durga) মর্তে এসে সেজে উঠবেন ডাকের সাজে। শোলার গয়না, মুকুটে দেবী হয়ে উঠবেন অনন্যা৷ দেবীকে সাজিয়ে তুলতে স্বনির্ভর মহিলা গোষ্ঠীর হাতে তৈরি শোলার গয়না শোভা পাচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পে। তাঁদের কাজ দেখে বাহবা দিচ্ছে জেলা প্রশাসন।
বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ছোট্ট গ্রাম পশ্চিম মেরুদণ্ডি। ২০১৬ সালে গ্রামের মাত্র পাঁচ জন মহিলাকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করেছিলেন স্থানীয় শিল্পী কৃষ্ণা পাল। এখন সেই গোষ্ঠীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৫। এই গোষ্ঠী এখন কুটির শিল্পে স্বনির্ভর হয়ে উঠেছে। তাঁদের তৈরি শোলার কাজের প্রশংসা এখন লোকের মুখে মুখে ফিরছে। সালমা বিবি, মনি বিবিদের হাতের তৈরি শোলার কাজ দুর্গাপুজোয় চলে যাচ্ছে দূর-দূরান্তে। সালমা, মনিরা সংসার সামলে বাকি সময়টুকু দেন শোলার কাজে। এই কাজ করেই তাঁরা সংসার চালাচ্ছেন, ছেলে-মেয়ের পড়াশোনা চালাচ্ছেন। তাঁদের কাজ দুয়ারে সরকার প্রকল্পে স্থান পাওয়ায় খুশি ঝরে পড়ছে সালমাদের।
আরও পড়ুন:৮৫ বছরের মধ্যে সেপ্টেম্বরের সবচেয়ে উষ্ণতম দিন দেখেল দিল্লি
দিন-রাত এক করে দেবী দুর্গার গয়না তৈরি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন এই ছবি দেখা গেল দুয়ারে সরকার প্রকল্পে। মায়ের সমস্ত গয়না, বিভিন্ন মুকুট, হাতের বালা, শাড়ির উপর সোলার কাজের বিভিন্ন কারুকার্য, দুয়ারে সরকার প্রকল্পে উঠে আসল। আর এই হাতের কাজ দেখে রীতিমত মুগ্ধ উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখোপাধ্যায় এবং বসিরহাট ১ নম্বর ব্লকের বিডিও বিশাক ভট্টাচার্য।