বসিরহাট: ভ্যাকসিনের কালোবাজারি নিয়ে যখন রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে, তখন ভ্যাকসিন বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠল। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘটনা। টাকি পৌরসভায় করোনা ভ্যাকসিন বিলিতে অনিয়মের অভিযোগ নিয়ে প্রাপকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়৷ ক্রমশ তা বিক্ষোভে পরিণত হয়৷ খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
এ দিন পৌর ভবনের সামনে অনিয়মের প্রতিবাদে শতাধিক মহিলা-পুরুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কেউ কেউ পরপর তিন-চার দিন ফিরে গেছেন৷ অথচ, লাইনে না দাঁড়িয়েও অনেকেই ভ্যাকসিন পাচ্ছেন৷ এরই প্রতিবাদে সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়৷
ভ্যাকসিন নিতে আসা স্থানীয় বাসিন্দা স্বপ্না বিশ্বাস বলেন, গত তিনদিন ধরে ফিরে যাচ্ছি৷ স্বাস্থ্য কেন্দ্রের তৈরি তালিকাতে নাম থাকা সত্ত্বেও ভ্যাকসিন পাচ্ছি না৷ যে যার মত ঘরে ঢুকে ভ্যাকসিন নিচ্ছেন।