বসিরহাট : রাস্তা তৈরি নিয়ে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কিন্তু তাঁকে ক্লিনচিট দিয়ে দিয়েছেন বিডিও।
বসিরহাটের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের ঘটনা। এমজিএন ও আরজিএ প্রকল্পের প্রায় ২০০ মিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল ১ লক্ষ ৬৯ হাজার টাকা। কিন্তু পুরোটাই ইটের রাস্তার জন্য। রাস্তা তৈরি করার পর সেই টাকা ঠিকাদার তুলে নিয়েছেন।
ভুল করে ঠিকাদার ফলক রেখেছেন ঢালাই রাস্তার জন্য। সমস্যা এখানেই। তৃণমূল অঞ্চল সভাপতি সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুর ইসলাম লস্করের বিরুদ্ধে রাস্তা সংস্কারের আর্থিক তছরুপের অভিযোগ করেন। বাদুড়িয়ার বিডিওর কাছে সেই অভিযোগ জমা পড়ে।
অভিযোগের ভিত্তিতে বিডিও সরেজমিনে তদন্ত করে জানতে পারেন, ঠিকাদার ভুল করে ঢালাই রাস্তার ফলক লাগিয়েছেন। তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা ক্ষোভ উগড়ে দিয়েছেন। অঞ্চল সভাপতির বিরুদ্ধে রামচন্দ্রপুর পঞ্চায়েতের সামনে তারা দলীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলও করেন।
আরও পড়ুন : উৎসবের রেশ কাটতে না কাটতেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা, নতুন করে আক্রান্ত ৮৩৫
বিডিও জানান, সবটাই খতিয়ে দেখা হয়েছে। যেভাবে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন।