আলিপুরদুয়ার: তৃণমূল জেলা সভাপতি প্রকাশচিক বরাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারণে দল থেকে সাসপেন্ড করা হল কুমারগ্রাম নিউল্যান্ডস সংকোশ (এন কে এস) গ্রাম পঞ্চায়েত প্রধান রানা বিশ্বাসকে। সোমবার দুপুরে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে রানা বিশ্বাসের বিরুদ্ধে। সেই কারণেই তাঁর পদত্যাগের দাবিতে একাধিকবার সরব হয়েছেন এন কে এস পঞ্চায়েত সদস্যরা। একাধিকবার পঞ্চায়েতে অফিসের সামনে পদত্যাগের দাবিতে বিক্ষোভও দেখিয়েছেন সকলে।
তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের অভিযোগের ভিত্তিতে গত ৪ জানুয়ারি রানা বিশ্বাস ও পঞ্চায়েত সদস্যদের জেলা তৃণমূল কার্যালয়ে ডাকা হয়। দীর্ঘ বৈঠক শেষে রানা বিশ্বাস এবং উপপ্রধানকে পদত্যাগের নির্দেশ দেয় জেলা তৃণমূল।
এরপরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আলিপুরদুয়ারের এন কে এস পঞ্চায়েত প্রধান রানা বিশ্বাসকে পদত্যাগের নির্দেশ দিতেই, দলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইকের বিরুদ্ধে বালি-পাথর কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ এনেছিলেন তিনি। এমনকী পাচারকারীদের কাছ থেকে লরি প্রতি ৫০০-১০০০ টাকা নেওয়ার অভিযোগও করেছিলেন।
আরও পড়ুন- Siliguri: শিলিগুড়িতে বামেরাই ফিরছে, দাবি অশোকের
এরপরে জেলা তৃণমূল সভাপতি প্রকাশচিক বরাইকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়ার অভিযোগে কুমারগ্রাম এন কে এস গ্রাম পঞ্চায়েত প্রধান রানা বিশ্বাসকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল।