কলকাতা টিভি ওয়েব ডেস্ক: নিজের দৈহিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ পেল মুর্শিদাবাদের আলম। ছেলের এহেন ভালো ফলে স্বাভাবিক ভাবেই খুশি মা আলম আরা বেগম।
বড়ঞাঁ থানার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা মহাম্মদ আলম রহমানের জন্ম থেকেই দুই হাত কাজ অকেজো। পায়ের জোরও আর পাঁচ জনের থেকে অনেক কম। তবে, মন আর নিষ্ঠার জোরে মাধ্যমিকে ৬২৫ পেয়ে সকলকের নজর কেড়েছে মুর্শিদাবাদের গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র মহাম্মদ আলম রহমান।শতাংশের হিসাবে যা প্রায় ৯০ %।
কষ্টের সংসার। বাবা ফিরোজ মহাম্মদের ছোট্ট একটি মুদির দোকান রয়েছে গ্রামে। মা আলম আরা বেগম গৃহবধূ। দুই মেয়ে এক ছেলে নিয়ে সংসার। কিন্তু ছেলের ইচ্ছে পূরণের সামর্থ নেই তাঁদের। কিন্তু হাল ছাড়ার পাত্র নয় মুর্শিদাবাদের আলম। তার পছন্দের বিষয় অঙ্ক। এরপর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে স্পেশ সাইনটিস্ট হতে চায় সে।
আরও পড়ুন- Madhyamik Result 2022: মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মালদহের কৌশিকীর প্রিয় খেলোয়াড় মিতালি রাজ