কলকাতা: যতদিন যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম। সঙ্গে আগুন জ্বালানিও। অথচ মুখে কুলুপ মোদি-অমিত শাহের। নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। করোনার কারণে সারা রাজ্যজুড়ে কিছু বিধিনিষেধ জারি হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন, বাসের মত গণপরিবহন পরিষেবা। তার ফলে সাধারণ মানুষকে যাতায়াতের জন্য ব্যবহার করতে হচ্ছে প্রাইভেট গাড়ি। পেট্রোপণ্যের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই খরচ বেড়েছে সেসবের। একে বিধিনিষেধের কারণে রোজগারে প্রভাব তাতে এই মূল্যবৃদ্ধি এই দুইয়ের কবলে বিধ্বস্ত রাজ্যবাসী। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে লাগাতার প্রতিবাদে পথে নেমেছেন বাসিন্দারা। কোথাও মোষের পিঠে চড়ে আবার কোথাও মোদির কুশপুতুল বানিয়ে তাকে কাঁধে তুলে বিক্ষোভে সামিল হয়েছেন বাসিন্দারা।
বাসন্তী হাইওয়েতে গ্যাসের প্রতিলিপি নিয়ে প্রতিবাদে পথে নামলেন বিধায়ক
মেদিনীপুর শহরে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা কাঁধে নিয়ে বলো হরি হরি বোল শ্লোগান দিয়ে ঘুরলো তৃণমূল কর্মীরা
বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে সামিল হলেন তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধান
ধুপগুড়িতে পাম্পে পেট্রোল ভরতে আসা মানুষদের থেকে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি
জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে উনুন জ্বালিয়ে রাস্তায় বসে বিক্ষোভ বনগাঁতে