মালদহ: ত্রিপুরার আগরতলা থেকে নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস(Agartala-New Delhi Rajdhani Express) মালদহে(Malda) থামবে। মালদহ রেল স্টেশনের পরিকাঠামো দেখে এমনটাই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই মালদহ টাউন স্টেশন থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের পরিষেবা পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: KMC Election 2021: চেতলায় ফিরহাদের মিছিলে জনজোয়ার, রাস্তায় নামল আট থেকে আশি
বৃহস্পতিবার রাতে মালদহ রেলওয়ে ডিভিশনের পরিকাঠামো খতিয়ে দেখে এমন আশার বাণী শোনালেন পূর্ব রেলের জিএম অরুণ অরোরা। মালদহ ডিভিশনের রেল লাইন, স্টেশনের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা যথেষ্ট উন্নত বলে জানান তিনি। তাঁর সঙ্গে এদিন রেল পরিকাঠামো পরিদর্শন করেন মালদহ রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার প্রমুখ।