বনগাঁ: এক কিশোরীকে আমবাগানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অচৈতন্য অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ভরতপুর কালিতলা এলাকায়। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি দু’জনের সন্ধান শুরু করেছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আক্রান্ত কিশোরীর বাড়ি ও মামার বাড়ি ভরতপুর এলাকায়। তিনি পেশায় বিউটিশিয়ান। ওই কিশোরী ও তাঁর মা গোবরাপুর এলাকায় বর্তমানে ভাড়া থাকেন।
লক্ষ্মী পূজার মেলা উপলক্ষে ওই কিশোরী মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার রাতে ভরতপুরের এক যুবক সুদীপ বিশ্বাসের জন্মদিনের পার্টিতে কয়েকজন বন্ধু বান্ধবীদের সঙ্গে গিয়েছিল সে । সেই পার্টিতে ৩ অভিযুক্ত শোভন রায় ,দেবব্রত রায় ও সুজিত বিশ্বাসও ছিল।
আরও পড়ুন – মোবাইল ফোন নিয়ে ঝগড়া, আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী
অভিযোগ সেই পার্টিতে মদ খাওয়ানো হয় কিশোরীকে। অভিযোগ, এরপর রাত দশটা নাগাদ তাঁকে তুলে নিয়ে স্থানীয় আমবাগানের মধ্যে একটি ঘরের মধ্যে লাগাতার ধর্ষণ করে তিন যুবক।
আরও পড়ুন – সেলোটেপ পেঁচিয়ে স্বামীকে মারার চেষ্টা, এর আগেও জেল খাটতে হয়েছে মিঠুকে
অন্যদিকে বাড়ির লোক ওই কিশোরীর খোঁজ করতে করতে স্থানীয় ওই আমবাগানে পৌঁছয়। তাঁরা দেখেন অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন ওই কিশোরী। বাড়ির লোক এসে যাওয়ায় অভিজুক্তরা পালানোর চেষ্টা করে। দু’জন পালিয়ে গেলেও একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।