দক্ষিণ ২৪ পরগনা: ভোট কর্মীদের ফেলে যাওয়া কার্বলিক অ্যাসিড, জলের বোতল ভেবে ছোড়াছুড়ি করতে গিয়ে গুরুতর আহত ৪ স্কুল পড়ুয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পোকামাকড়ের হাত থেকে বাঁচতে কার্বলিক এসিড দেওয়া হয়েছিল ভোট কর্মীদের। ভোট পর্ব মিটে যাওয়ার পরও সেই অ্যাসিডের বোতল সরানো হয়েনি। দক্ষিণ ২৪ পরগণার সোনাখালি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস রুমগুলোতেই ছিল বোতগুলো। শুক্রবার সেই বোতলগুলোতে জল ভরা আছে ভেবে ছোড়াছুড়ি করতে যায় বাচ্চারায ঘটনায় আহত হন ৪ পড়ুয়া। যাদের সকলের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে।
আহত স্কুল পড়ুয়াদের সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়েছে। ঘটনা আতঙ্কিত জখম শিশুদের পরিবার। এছাড়াও অন্যান্য শিশুদের মা-বাবা এই ঘটনা জানা মাত্রই স্কুল থেকে তাঁদের সন্তানদের বাড়ি নিয়ে চলে আসেন বলে খবর। স্কুলের ভিতর কার্বলিক অ্যাসিডের রেখে দেওয়ায় ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: Panchayat Election | উত্তপ্ত গোলসি, তৃণমূল-সিপিএম সংঘর্ষে জখম ৪
পড়ুয়াদের নিরাপত্তায় কেন খামতি পাওয়া হল, সেই নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়দের একাংশ। শিশুদের স্কুলে এই ভাবে অ্যাসিড ফেলে রাখার ঘটনা সবত্র নিন্দনীয়। তবে এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।