জলপাইগুড়ি : কলকাতার এ বছরের পুজোর অন্যতম আকর্ষণ ছিল শ্রীভূমির থিম বুর্জ খলিফা। কিন্তু পাইলটদের অসুবিধার জন্য বুর্জ খলিফার লেজার লাইট বন্ধ করে দেওয়া হয়। তারপর দর্শকের ভিড় সামলাতে অষ্টমীর দিন থেকে বুর্জ খলিফায় প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। এবার সেই থিমকে শ্যামা পুজোয় কাজে লাগিয়েছেন জলপাইগুড়ির শিল্পীরা।
জলপাইগুড়িতে এই প্রথমবার, শ্যামা পুজোর বিশেষ আকষর্ণ হিসাবে তুলে ধরা হবে দুবাইয়ের বুর্জ খলিফা। জলপাইগুড়ি গোমস্তাপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের শ্যামা পুজোতে বুর্জ খলিফার আদলে পুজো মন্ডপ তৈরি করা হচ্ছে। এবারে ৫৬ বছরে পড়ল এই ক্লাবের পুজো। নবারুণ
ক্লাব ও পাঠাগারের সম্পাদক রাজেশ মণ্ডল বলেন, প্যান্ডেলের প্রস্থ থাকবে ৫০ ফুট এবং প্রশাসনের পরামর্শ মতোই প্যান্ডেলের উচ্চতা রাখবেন তারা। এই প্যান্ডেলের আলোকসজ্জার দায়িত্বে আছেন কলকাতার এক শিল্পী। রাজেশ মণ্ডল জানা, কলকাতার প্যান্ডেলটি বানাতে সময় লেগেছিল ২মাস। সেখানে ১৬ থেকে ১৭ দিনের মধ্যে তারা এই প্যান্ডেলের কাজ সম্পন্ন করবেন। এই পুজোর বাজেট হয়েছে ১০ লক্ষ টাকা। করোনা বিধি মেনেই এই পুজোর আয়োজন করা হয়েছে। ইন্ডোর প্যান্ডেল করা হচ্ছে না বলে প্রতিমার কোনও বিশেষ বৈশিষ্ট্য বা থিম থাকবে না বলেও জানান তিনি। পুজো উপলক্ষ্যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেনি পুজো কর্তৃপক্ষ। জোর কদমে দিনরাত কাজ হচ্ছে বলে জানান ক্লাব সম্পাদক রাজেশ মণ্ডল।