বাঁকুড়া: সিপিএম (CPM) এর নির্বাচিত পঞ্চায়েত সদস্যা সহ বিভিন্ন দলের এলাকার ৭০ জন মহিলা কর্মী যোগ দিলেন বিজেপিতে (BJP)। রবিবার বাঁকুড়ার (Bankura) ইন্দপুর ব্লকের কুরপা গ্রামে তাঁরা বিজেপিতে যোগদান করেন। দলে নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সিপিএম এর দাবি, বিজেপিতে যোগ দেওয়া নয়, জোর করে তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছে বিজেপির নেতা কর্মীরা।
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়া জেলায় বাড়ছে দলবদলের ঘটনা। তৃনমূল ও বিজেপির মধ্যে এই দলবদলের পালা চললেও এবার সেই দলবদলের তালিকায় ঢুকে পড়ল সিপিএমও। গতকাল বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর নির্বাচিত পঞ্চায়েত সদস্যা আলপনা পাল সহ বিভিন্ন দলের মোট ৭০ জন মহিলা কর্মী যোগ দিলেন গেরুয়া শিবিরে। গতকাল বিকেলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার এলাকায় প্রচারে গেলে সিপিএম এর ওই পঞ্চায়েত সদস্যা সহ মোট ৭০ জন বিজেপিতে যোগ দেন।
আরও পড়ুন: দিনহাটায় তৃণমূল প্রার্থীর ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি, সারা দেশে মোদীর উন্নয়নে আকৃষ্ট হয়েই বিভিন্ন দল থেকে কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। সিপিএম অবশ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্যার বিজেপিতে যোগদানের অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিপিএম এর দাবী গ্রামে বিজেপির মিছিল দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্যা। সেই সময় বিজেপি কর্মীরা জোর করে ওই পঞ্চায়েত সদস্যাকে বিজেপির পতাকা ধরিয়ে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
আরও খবর দেখুন