বারুইপুর: ব্যাঙ্কে ঢুকে দাদাগিরি ও ব্যাঙ্ক কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। বারুইপুরের খাসমল্লিক এস বি আই ব্যাঙ্কের ঘটনা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত ২৬ অগস্ট। ব্যাঙ্কে যান হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা রাবিয়া বিবি এবং তাঁর স্বামী ওয়াইদুল রহমান। ঢুকেই ম্যানেজারকে হুমকি দিতে শুরু করেন তাঁরা। টাকা নিয়ে শুরু হয়ে তর্কাতর্কি। অন্যান্য কর্মীরা থামাতে গেলে শুরু হয়ে যায় হাতাহাতি। অভিযোগ, এমনকি চুলের মুঠি ধরে ধাক্কা মারেন এক ব্যাঙ্ক কর্মীকে। গোটা ঘটনাটি ব্যাঙ্কেরই এক কর্মী মোবাইল বন্দি করেন। তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন তাঁরা। ভাইরাল হয় সেই ভিডিও।
https://youtu.be/AfUBQjR56dg
তারপরেই রবিবার রাতে বারুইপুর থানায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি অরুন রায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি, কাঠামো পুজো বেলুড় মঠে