হাওড়া: কে বলে বাংলার পুলিশ ‘ফিট’ নয়৷ এক কিলোমিটার দৌড়ে অভিযুক্তকে ধরে আনা চাট্টি খানি কথা৷ মঙ্গলবার দুপুরে সমালোচকদের ফিটনেসের প্রমাণ দিল হাওড়া পুলিশ৷ হেফাজত থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তকে ধরে এনে আজই আদালতে পেশ করেন উর্দিধারীরা৷
আরও পড়ুন: তৃণমূলকর্মী খুন মঙ্গলকোটে, ঘটনাস্থলে সিআইডি
রেলের আইন ভাঙার অভিযোগে হাওড়া স্টেশন থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ আজই তাকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়৷ কিন্তু আচমকা পুলিশের হাত ছাড়িয়ে উল্টো দিকে দৌড় লাগায় অভিযুক্ত৷ ব্যস তাতেই আদালত চত্বরে হই হল্লা শুরু হয়ে যায়৷ অভিযুক্তকে ধরতে পই পই করে দৌড় লাগায় পুলিশও৷
আরও পড়ুন: সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ বিডিওর বিরুদ্ধে
অবশেষে পুলিশের হাতে ধরে পড়ে যায় অভিযুক্ত৷ ধরা পড়ার পর ভ্যাঁ ভ্যা করে কাঁদতে থাকে সে৷ বলে, ‘আমি চোর নই’৷ আশেপাশের লোকজনও তাকে পাল্টা প্রশ্ন করে, ‘তাহলে পালালি কেন?’ এর পরই অভিযুক্তকে ধরে আদালতে নিয়ে যাওয়া হয়৷ প্রতক্ষ্যদর্শীদের দাবি, পুলিশকে এক কিলোমিটার ছুটিয়েছে অভিযুক্ত৷ কেউ কেউ অবশ্য বলছেন, নিরাপত্তায় ঢিলেঢালা ভাব না থাকলে তো অভিযুক্ত পালাতে পারত না৷ তবে বোঝা গেল ফিটনেসের ক্ষেত্রে হাওড়া পুলিশ অনেক এগিয়ে৷