ঘাটাল : কালীপুজোর বিসর্জন নাচতে নাচতে একদল মানুষ পার হচ্ছিলেন বাঁশের সাঁকো। মাঝপথেই বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। আচমকাই নদীর জলে পড়ে গেলেন বিসর্জনে আসা সকলে। নদীতে জল কম থাকায় কোনওক্রমে প্রাণে বাঁচলেন সকলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর ঘাটালের মনসুকা এলাকাতে। ঘটনায় জখম ১৫। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে।
ঘাটালের মনসুকা এলাকায় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝুমি নদীর উপরে রয়েছে বাঁশের সাঁকো। এই সাঁকোই ঘোড়োইঘাট, দুধেরবাঁধ এবং মনসুকার মত তিরিশটির বেশি গ্রামের মানুষের যোগাযোগের রাস্তা। মঙ্গলবার বেলা বারোটার পরে এই সাঁকোর উপর দিয়ে মনসুকা গ্রামের লোকজন কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রা করছিলেন।
আরও পড়ুন – হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে মানসিক ভারসাম্যহীন রোগী ওঠায় চাঞ্চল্য
চলছে উদ্ধারকাজ
চলছিল উদ্দাম নাচ-গান। একইসঙ্গে অনেকে ওই বাঁশের সাঁকোর উপরে উঠতেই ভেঙে যায় এই সেতু। সাঁকোর উপর থেকে নদীর জলে পড়ে যান প্রায় পঞ্চাশ জনের বেশি পরুষ, মহিলা এবং শিশু। নদীতে জল কম থাকায় সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে ভর্তি করা হয়েছে ঘাটাল হাসপাতালে ।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নদীতে জল কম থাকায় সকলে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন ৷ দ্রুত সকলকেই উদ্ধার করা সম্ভব হয়।