আসানসোল: ইডি সিবিআই দেখিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। আসানসোল থেকে ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, রাজনৈতিক দিক থেকে বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে। আর তাই এইসব তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে।
শনিবার আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে গিয়ে অভিষেক প্রশ্ন তুললেন, কেন জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে? তাঁর কথায়, মানুষ অনেক আশা করে বিজেপি তথা নরেন্দ্র মোদিকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এনেছিলেন। কিন্তু পাঁচ রাজ্যে ভোটের পর যে উপহার মোদির নেতৃত্বাধীন সরকার দেশের মানুষকে দিয়েছেন, তা স্বপ্নভঙ্গের সামিল। পেট্রল-ডিজেলের মতন জ্বালানির মূল্যবৃদ্ধি বুঝিয়ে দিয়েছে, এই সরকার সাধারন মানুষের হয়ে কোনও কাজ করছে না। এই সরকারের মন্ত্রীরা মানুষের সঙ্গে বেইমানি করছে বলে এদিনের সভা থেকে ফের একবার সুর চড়িয়েছেন অভিষেক।
আসানসোল উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক দাবি করেছেন, কম করে ২ লাখের বেশি ভোটে শত্রুঘ্ন সিনহা জিতবেন। তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, গত দশ বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সেবা করে আসছেন, তার প্রতিদান বাংলার মানুষ দেবেন বলে আশা প্রকাশ করেছেন অভিষেক।