আসানসোল: রাত তখন ৯ টা সাড়ে ৯ টা। ভূমিকম্পের মত আওয়াজ। বাইরে বেরিয়ে দেখা গেল ভূমিকম্প নয়। ধসে গেছে বেশ কয়েকটি বাড়ি। আশেপাশের বাড়িগুলোর অবস্থাও বিশেষ ভালো নয়। ভয়ে রাস্তায় নেমে এসেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি আসানসোলের দক্ষিণ থানার ডামরা সংলগ্ন এলাকার।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলেন তাঁরা। হঠাৎই বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন। দেখেন বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। মাটির বাড়ি সহ পাকা বাড়িতেও নজরে পড়েছে কয়েকটি বাড়ির গায়ে বড়সড় ফাটল। বিকট আওয়াজে বাড়িগুলির পোষ্যরা চিৎকার জুড়ে দেয়। খবর দেওয়া হয় প্রশাসনে। তাঁরা এসে দ্রুত বাড়ি ঠিক করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। ভয়ে-আতঙ্কে রাত থেকেই রাস্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আসানসোলের রাস্তায় ফাটল
এলাকাবাসীর ক্ষোভ, ঘরে ছোট ছেলে, মেয়ে রয়েছে। যেভাবে ফাটল দেখা দিয়েছে তাতে বাড়ি যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই অবস্থায় মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় তাঁরা। পরিবেশবিদদের মতে, গোটা আসানসোলজুড়ে প্রচুর খনি রয়েছে। অবৈধভাবে সেখান থেকে খনিজ সম্পদ, বালি তোলার ফলে নীচের মাটি সরে যাচ্ছে। মাটির তলায় ফাঁকা স্থান তৈরি হচ্ছে। আর তার ফলেই এভাবে ধস নামছে।
আসানসোলের বাড়ির পাঁচিলে দেখা দিয়েছে ফাটল
ধস কবলিত এলাকা পরিদর্শনে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। তাঁরা বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে।
আরও পড়ুন: পর পর দু’দিনে গঙ্গায় তলিয়ে গেল ২ শিশু